কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুশীলনে করোনা নেগেটিভ ক্রিকেটাররা

দৈনিক আজাদী প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১১:০৮

.tdi_2_9b5.td-a-rec-img{text-align:left}.tdi_2_9b5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});পাঁচদিন বিরতির পর আবারও শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। গত বৃহস্পতিবার অনুশীলনের পর একজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিনদিনের জন্য ক্রিকেটাদের অনুশীলন বন্ধ করে দেয়। পরে আরও দুই দিন অনুশীলন বন্ধ রাখা হয়। তবে গতকাল থেকে আবার অনুশীলনে ফিরেছে ক্রিকেটাররা। এদিকে বিসিবির দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন। দ্বিতীয় ধাপে শুধুমাত্র সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে। এর আগে প্রথম ধাপের করোনা পরীক্ষায় গত মঙ্গলবার ওপেনার সাইফ হাসান ও জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিক লি করোনায় আক্রান্ত হন। এজন্য বন্ধ রাখা হয় ক্রিকেটারদের অনুশীলন। গতকাল বুধবার ক্রিকেটারদের ষষ্ঠ ধাপের ব্যক্তিগত অনুশীলনের প্রথম দিনের শুরুতে অনুশীলন করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সকাল ৯টার দিকে মুশফিক রানিং এবং জিম সেশনে অংশ নেন। একই সময় মাহমুদউল্লাহ ব্যাটিং অনুশীলন করেছেন। তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ বোলিং অনুশীলন করেছেন। করোনা বিরতির পর মিরাজ এদিন প্রথম মিরপুরে অনুশীলন করেন। এর আগে তিনি খুলনাতে অনুশীলন করেছেন। এরপর একে একে সেন্টার উইকেটে অনুশীলন করেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। তাদের বোলিং করে অনুশীলন করেন পেসার মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম। লিটন দাস এবং মুমিনুল হক ব্যাটিং অনুশীলন করেন। তাদেরকেও বোলিং করেন পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। এর মাঝে সৌম্য ফিল্ডিং অনুশীলন করেন। আর সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান রানিং করেন। তবে সাদমান বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারেননি। এদিকে মিরপুর স্টেডিয়ামকে গ্রিন জোন ও রেড জোনে ভাগ করেছে বিসিবি। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা পুরো স্টেডিয়ামকে গ্রিন ও রেড জোনে ভাগ করেছি। গ্রিন জোন মানে যে জায়গাগুলোতে প্লেয়াররা চলাফেরা করবে। এই জোনে যেতে অবশ্যই গ্রিন কার্ডধারী হতে হবে। আবার যাদের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই তারা রেড জোনে থাকবে। এই জোনের ব্যক্তিদেরও আমরা রেড কার্ড করে দিয়েছি।’.tdi_3_fbe.td-a-rec-img{text-align:left}.tdi_3_fbe.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত