বেনাপোলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
যশোরের বেনাপোলের ঘিবা গ্রামে বসতভিটা জবরদখলসহ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বেনাপোল জেওসি লি. অফিসে বুধবার (৯ সেপ্টেম্বর) এক সাংবাদিক সম্মেলন করেছেন আব্দুল খালেক নামে একজন প্রান্তিক কৃষক। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে কৃষক আব্দুল খালেক বলেন, তার ছেলে সবুর হোসেন দীর্ঘদিন যাবত সুনামের সহিত সিএন্ডএফ ব্যবসা করে আসছে। তাকে জড়িয়ে কয়েকটি আঞ্চলিক গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হওয়ায় তাদের দৃষ্টি গোচর হয়েছে।
একটি প্রভাবশালী স্বার্থান্বেষীমহল তাদেরকে হেয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন করতে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। প্রতারিত করে ব্যাংক থেকে টাকা উত্তোলন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অসংগতিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। লিখিত বক্তবে আরো বলেন, ঘিবা গ্রামের আলতাফ হোসেনের ছেলে নজরুল ইসলাম ও সহিদুল ইসলাম তাদের বসতভিটা জবরদখল করে তাদেরকে জীবন নাশের হুমকিসহ বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।