পাটশিল্প ক্ষতিগ্রস্ত হলে কাজ হারাবে ৪ কোটি মানুষ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮
কাঁচা পাটের অভাবে পাটশিল্প ক্ষতিগ্রস্ত হলে এই করোনা পরিস্থিতিতে কর্মসংস্থান হারাবে দেশের চার কোটি মানুষ। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী পরোক্ষভাবে পাটশিল্পের সঙ্গে জড়িত। পাটকল মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বেসরকারি পাটকল মালিকদের সংগঠন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সূত্র জানিয়েছে, দেশের পাটকলগুলোতে বছরে পাটের চাহিদা ৬০ লাখ বেল। এ ছাড়াও দেশের অভ্যন্তরীণ কাজে প্রয়োজন হয় আরও পাঁচ লাখ বেল কাঁচা পাট। মোট ৬৫ লাখ বেল কাঁচা পাটের চাহিদার বিপরীতে চলতি বছর দেশে উৎপাদিত কাঁচাপাটের পরিমাণ ৫৫ লাখ বেল। অর্থাৎ এ বছর চাহিদার বিপরীতে ঘাটতি রয়েছে ১০ লাখ বেল কাঁচা পাটের। জানা গেছে, প্রতিবছর ৮ থেকে ১০ লাখ বেল কাঁচা পাট রফতানি হয়ে থাকে।