করোনায় সহিংসতার শিকার ৬৭% শ্রমজীবী নারী
করোনাকালে পারিবারিক নির্যাতন, প্রতিবেশীর কাছে বারবার সাহায্যের জন্য যাওয়ায় লাঞ্ছনা এবং বাড়ি থেকে চলে যেতে বাড়ির মালিকের হুমকির সম্মুখীন হয়েছেন দেশের ৬৭ শতাংশ শ্রমজীবী নারী। এ ছাড়া আর্থিক সহায়তা ও কাজ দেওয়ার কথা বলে নির্যাতন করা হচ্ছে শ্রমজীবী নারীদের। বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। ‘
কভিড-১৯ : বাংলাদেশের শ্রমজীবী নারীদের আর্থ-সামাজিক অবস্থান’ শীর্ষক ওই সমীক্ষার ফল প্রকাশ উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বলা হয়, সমীক্ষার জন্য মহিলা পরিষদের ২৬টি জেলা শাখার সংগঠকদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে করা হয়েছে। ওই ২৬ জেলার প্রতিটি থেকে পাঁচজন করে মোট ১৩০ জন শ্রমজীবী নারী সমীক্ষায় অংশ নিয়েছেন।