চাঁপাইনবাবগঞ্জে ধান গুদামজাতের দায়ে জেল-জরিমানা

সময় টিভি চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৯

চাঁপাইনবাবগঞ্জে মেসার্স সাব্বির রাইস মিলসের মালিককে ধান গুদামজাত করার অপরাধে এক মাসের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ২ ঘণ্টার অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক। দণ্ডপ্রাপ্ত মো. শহিদ (২৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার গ্রামের নজরুল ইসলামের ছেলে।


র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সদর উপজেলার আমনুরা রোডে আতাহর মোড় এলাকায় মেসার্স সাব্বির রাইস মিলে অভিযান চালিয়ে ধান গুদামজাতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। পর এই অপরাধে মিল মালিক শহিদকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও