আবারও সীমান্তে হত্যা বন্ধের আশ্বাস বিএসএফের

জাগো নিউজ ২৪ রাজশাহী প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৬

সীমান্তে মাঝেমধ্যেই বাংলাদেশি নাগরিকদের গুলি করে মারছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকে বিএসএফের এমন কর্মকাণ্ডের বরাবরই প্রতিবাদ জানাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে অনুরোধ জানায় বিজিবি। স্বভাবসূলত এবারও সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিয়েছে বিএসএফ। বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিজিবির সোনা মসজিদ বিওপি সম্মেলন কেন্দ্রে ওই সৌজন্য বৈঠক অুনষ্ঠিত হয়।


এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এতে অংশ নেন বিজিবির নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক, রাজশাহী বিজিবির ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন), রাজশাহী বিজিবির সহকারী পরিচালকসহ রাজশাহী সেক্টরের শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ মালদা সেক্টরের ডিআইজি সঞ্জয় গৌর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও