দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বার্থান্বেষী মহলের ‘গাত্রদাহ’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রশাসক খোরশেদ আলম সুজন। “রাস্তায় যখন নেমেছি কিছুতেই থামবার পাত্র নই,” বুধবার নগরীর কোতোয়ালী থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত ক্যারাভান কর্মসূচি পালনকালে বলেন তিনি।
সিসিসির প্রকৌশল, পরিচ্ছন্ন ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে গঠিত টিম নিয়ে নগর সেবায় ক্যারাভান কার্যক্রম চালাচ্ছেন প্রশাসক সুজন।
এদিন বিভিন্ন এলাকার বাসিন্দারা নির্মাণাধীন ব্রিজ, ভাঙা ড্রেন, সড়কবাতি না থাকাসহ বিভিন্ন বিষয় প্রশাসকের নজরে আনলে তিনি সেসব বিষয় সুরাহার নির্দেশনা দেন।
পাশাপাশি ময়লার স্তূপ সরিয়ে নিতে, ভাঙা রাস্তা মেরামত, ফুটপাতে অবৈধ স্থাপনা তাৎক্ষণিক সরিয়ে নিতে নির্দেশ দেন এবং এলাকাবাসীকে যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.