![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/09/og/221623_bangladesh_pratidin_Sherpur--Nokla-2.png)
নকলায় মিল কারখানার ধোঁয়া ও শব্দে অতিষ্ঠ এলাকাবাসী
প্রায় ২৫-৩০ বছর যাবত শেরপুরের নকলায় অনুমোদন ছাড়াই চিড়া, মরিচ, ধান এবং আটা তৈরির মিল চলছে। এতে বসবাস অনুপযোগী হয়ে উঠছে পৌর এলাকার জনজীবন। দীর্ঘদিন ধরে এসব চললেও দেখার যেন কেউ নেই। ভুক্তভোগীদের অভিযোগ, মিলের কালো ধোঁয়া এবং ছাইয়ের কনা ও জেনারেটরের শব্দে মানুষের জীবন অতিষ্ঠ। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বয়স্ক ও শিশুদের। পথচারীদের চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছে।