![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fed71062e-54a9-468a-9841-524b2e8ec76e%252Fpolice_reuters.jpg%3Frect%3D38%252C0%252C762%252C400%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
এবার অটিজমে আক্রান্ত শিশুকে পুলিশের গুলি
প্রায় এক বছর পর লিন্ডেন ক্যামেরনের মা গোল্ডা বার্টন কাজে গিয়েছিলেন। মাকে কাছে না পেয়ে চিৎকার শুরু করেছিল ১৩ বছরের ছেলেটি। গোল্ড বার্টন ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চান। সাড়া দিয়ে পুলিশ যায় লিন্ডেন ক্যামেরনকে সাহায্য করতে, যা শেষ হয় তার শরীরে গুলি ছোড়ার মধ্য দিয়ে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পুলিশের গুলি
- অটিজম শিশু