You have reached your daily news limit

Please log in to continue


শিশু উদ্ধারে ‘রুদ্ধশ্বাস’ ২৪ ঘণ্টা

চাহিদা মতো ১০টি ইয়াবা ট্যাবলেট না আনায় শিশুটিকে মেরে ফেলার হুমকি। অপহরকারির কথামতো জায়গায় শিশুটিকে আনতে যাওয়া ব্যক্তিকেও আটকে ফোন বন্ধ করে রাখা। শিশুটির খোঁজে অচেনা পথ চলতে চলতে গভীর রাতে নির্জনস্থানে চলে যাওয়া ব্যক্তির ফোনও বন্ধ। পুলিশ কিংবা অন্যরা কে কোথায় আছে সেটিও অপরাধী চক্র বলে ফেলা। এভাবে প্রায় ঘণ্টা বিশেক রুদ্ধশ্বাস সময় কেটেছে। কারো চোখে ঘুম নেই। ঠিকমতো নাওয়া-খাওয়াও নেই। সারারাত পেড়িয়ে পরদিন বিকেলে এলো সফলতা। অক্ষত অবস্থায় উদ্ধার হলো ১৮ মাস বয়সি শিশু। এরপর আরো ঘণ্টা চারেক। বেশ কৌশলে গ্রেপ্তার করা হলো, অপহরণকারি ও তার এক সহযোগিকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন