বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রকল্প বাস্তবায়নে নয়-ছয়
বাগানের অর্থ খরচ হয়েছে, অথচ বাগান নেই; গাড়ি কেনার অর্থ খরচ হলেও গাড়ির দেখা মিলছে না; যতগুলো শটগান কেনা হয়েছে, সেগুলোও মিলছে না; ঝুলন্ত সেতু হয়ে পড়েছে নড়বড়ে; এসি কেনা হলেও সেগুলো হয়ে গেছে নষ্ট।
বঙ্গবন্ধু সাফারি পার্কের উন্নয়নে নেওয়া প্রকল্প বাস্তবায়নে এমন অনেক অনিয়ম ধরা পড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূলায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শনে।
অভিযোগ উঠেছে, বন অধিদপ্তর বাস্তবায়িত এ প্রকল্পে নানা অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকা লোপাট হয়েছে।