কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতের অর্থনীতি অপরিকল্পিত লকডাউনের বলি: রাহুল

প্রথম আলো দিল্লি, ভারত প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০

করোনার মোকাবিলায় ‘অপরিকল্পিত লকডাউনের’ সিদ্ধান্তের দরুন খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ বুধবার দেড় মিনিটের এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, প্রথম দফার দেশব্যাপী ২১ দিনের লকডাউনের অপরিকল্পিত সিদ্ধান্ত অসংগঠিত ক্ষেত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। পথে বসিয়েছে খেটে খাওয়া গরিব মানুষদের।

ভারতের বেহাল অর্থনীতি নিয়ে শাসকদলকে নিয়মিত যে আক্রমণ রাহুল চালিয়ে আসছেন, বুধবারের ভিডিও বার্তা ছিল তারই অঙ্গ। বার্তা সম্প্রচারের সময়টিও গুরুত্বপূর্ণ। ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের প্রবৃদ্ধির ফল প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, করোনাকালের প্রথম তিন মাসে প্রবৃদ্ধি সংকুচিত হয়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। সংকোচনের দায় ‘ঈশ্বরের’ ঘাড়ে চাপিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছেন, ‘করোনা ও বেহাল অর্থনীতি ঈশ্বরের মার।’ এ সময় রাহুল বললেন, এ জন্য সম্পূর্ণ দায়ী প্রধানমন্ত্রী নিজেই। ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণার সময় তিনি বলেছিলেন, মহাভারতের যুদ্ধ ১৮ দিনে শেষ হয়েছিল। তিনি ৩ দিন বাড়তি সময় চেয়ে নিচ্ছেন। ২১ দিনে করোনার বিরুদ্ধে যুদ্ধ শেষ করবেন। ভিডিও বার্তায় এই কথা জানিয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী দেশকে বিভ্রান্ত করেছেন। অপরিকল্পিতভাবে লকডাউন চাপিয়ে দিয়ে তিনি দেশের গরিবদের পথে বসিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও