করোনা নেগেটিভ ক্রিকেটারদের নিয়ে ফের শুরু অনুশীলন
পাঁচদিন বিরতির পর জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন ফের শুরু হয়েছে। গত বৃহস্পতিবার অনুশীলনের পর দলের একজন সাপোর্টিং স্টাফে করোনা পজেটিভ হন। এরপরই তিনদিনের জন্য ক্রিকেটাদের অনুশীলন বন্ধ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে আরো দুই দিন অনুশীলন বন্ধ রাখে ক্রিকেট বোর্ড।
অনুশীলন বন্ধের এ সময়ে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সকলের করোনা পরীক্ষা করায় বিসিবি। সেখানে ওপেনার সাইফ হাসান ও জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিক লির শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আবারো করোনা পরীক্ষা শেষে সবাই নেগেটিভ আসে। এরপর আজ থেকে আবারো ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা।
বুধবার ক্রিকেটারদের ষষ্ঠ ধাপের ব্যক্তিগত অনুশীলনের প্রথম দিনের শুরুতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সকাল ৯টার দিকে রানিং এবং জিম সেশনে অংশ নেন মুশফিক। একই সময় ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ।