এইচএসসি পরীক্ষা হবে, তবে সময় এখনো অজানা

ডয়েচ ভেল (জার্মানী) শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৩

উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, তবে কবে হবে তা নিশ্চিত নয়৷ পরিস্থিতি স্বাভাবিক হলে, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ১৫ দিন পর পরীক্ষা হবে- এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়৷

তবে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) ও জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) অনুষ্ঠিত হচ্ছে না৷ এই দুটি পরীক্ষাও বছরের প্রথম দিকে হওয়ার কথা ছিল৷

শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি৷ তবে খুললে কী কী স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মানতে হবে তা চূড়ান্ত করে এরইমধ্যে মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দিয়েছে৷ এই গাইডলাইনে ৩১ দফা নির্দেশনা আছে৷ তাতে একটি বিষয় স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, ক্লাস শুরুর কমপক্ষে ১৫ দিন আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে৷ ওই ১৫ দিনে করোনা পরিস্থিতিতে ৩১ দফার গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্য নিরাপত্তা ও সামাজিত দূওত্ব নিশ্চিত করতে হবে৷ তারপর পাঠদান শুরু হবে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও