করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের দলগুলো কিছুদিন আগেই সেখানে পৌঁছে গেছে। কোয়ারেন্টাইন পর্ব পার করে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে কিছু দল। এবার আইপিএলের উদ্দেশ্যে সেখানে গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বিমানে ওঠার আগে জীবনযাত্রা অনেকটাই বদলে গেছে বলেমন্তব্য করেছেন তিনি।
বুধবার সকালের বিমানে কলকাতা থেকে আহমেদাবাদ উড়ে গেছেন সৌরভ। সেখান থেকেই দুবাইয়ের বিমান ধরবেন তিনি। দীর্ঘ ছয়মাস পর বিমান সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সৌরভ।
সেই ছবিতে দেখা যায়, সৌরভের মুখে জোড়া মাস্ক ও মাথায় ফেস গার্ড। ক্যাপশনে কলকাতার দাদা লেখেন, ‘গত ছয়মাসে এটাই আমার প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য দুবাইয়ে যাচ্ছি। জীবনযাত্রা এখন অনেক বদলে গেছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.