![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-343047-1599652908.jpg)
এক রাতে ৩০০ কলাগাছ কেটে সাবাড়!
নাটোরের গুরুদাসপুরে পূর্বশত্রুতার জেরে কৃষক মোশারফ হোসেনের (৬০) ৫ বিঘা পুকুরপাড়ের ৩০০টি কলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকায়।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মৃত-মকবুল হোসেনের ছেলে আব্দুল হাকিমের নামে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী কৃষক।