বেনাপোল বন্দরে দ্রুত ক্রেন ও শেড নির্মাণ শুরু হচ্ছে
বেনাপোল বন্দরে জরুরি ভিত্তিতে ক্রেন, ফরকলিফট, নতুন পাঁচটি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে। বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বন্দর, কাস্টমস, পুলিশ, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ক্রেন
- নির্মাণকাজ
- সানশেড