কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাদাখে চীন-ভারত সঙ্ঘাত অব্যাহত, অরুণাচলেও অশান্তি

নয়া দিগন্ত অরুণাচল প্রদেশ প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৩

লাদাখে চীনের সেনার হাতে বর্শা। ফের গালওয়ানের স্মৃতি ফিরে আসবে না তো? অশান্ত হচ্ছে অরুণাচল সীমান্তও।

লাদাখে ভারত-চীন সংঘাত চূড়ান্ত পর্যায়ে। প্রায় প্রতিদিনই দুই দেশের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। তারই মধ্যে সংবাদমাধ্যমের হাতে এসেছে কিছু ছবি। যাতে দেখা যাচ্ছে, এক হাতে বর্শা এবং অন্য হাতে অটোমেটিক রাইফেল নিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছে চীনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা। প্রশ্ন উঠছে, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে কি তা হলে আরেকটা গালওয়ান কাণ্ড ঘটবে?

গত জুন মাসে গালওয়ানে সংঘর্ষ হয়েছিল ভারত এবং চীনের সেনার। প্রায় সারা রাত ধরে সেই সংঘর্ষ চলার পরে ২০ জন ভারতীয় সেনার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ভারত দাবি করেছিল, চীনা সেনারও মৃত্যু হয়েছে। কিন্তু চীন কোনও তথ্য দেয়নি। গালওয়ান সংঘর্ষে গোলাগুলি চলেনি। সেনা সূত্র জানিয়েছিল, বড় বড় লাঠির গায়ে কাঁটাতার জড়িয়ে ভারতীয় সেনার উপর আক্রমণ করেছিল চীন। তাঁদের পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। গালওয়ানের সেই ঘটনা নিয়ে শুধুমাত্র ভারত-চীন নয়, গোটা বিশ্বেই আলোড়ন হয়েছিল। এরপর ভারত এবং চীনের মধ্যে একাধিক রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক বৈঠক হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও