You have reached your daily news limit

Please log in to continue


সেপটিক ট্যাংকের মালামাল খুলতে গিয়ে লাশ হলো দুই শ্রমিক

লক্ষ্মীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরো দুইজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউপির হোগলডহুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হচ্ছেন, ওমর ফারুক ও কামাল হোসেন। গুরুতর অসুস্থরা হচ্ছেন ইউসুফ চৌধুরী ও সোহাগ হোসেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে ইউসুফ চৌধুরীর নিজ বাসায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের মালামাল খুলতে যায় শ্রমিকেরা। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে প্রথমে কামাল উদ্দিন নেমে আর উপরে উঠেনি। তারপর তাকে দেখতে নামেন অপর শ্রমিক ওমর ফারুক। সেও না উঠায় সোহাগ ও ইউসুফ চৌধুরী তাদের দেখতে ট্যাংকে নামার সময় তারা দুইজনও অসুস্থ হয়ে পড়েন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন