‘আব্বুকে নিয়ে এমন কিছু লেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না’
দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) মারা যান তিনি। মৃত্যুর পর বাবাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে প্রিতু ফিরোজ। ডেইলি বাংলাদেশ’র পাঠকদের জন্য স্ট্যাটাসটি বাংলায় অনুবাদ করে তুলে ধরা হলো- আমার বাবা মেজর খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ (অব.) (যিনি কে.ফিরোজ নামে পরিচিত) আজ সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার ইচ্ছানুসারে সামরিক শ্রদ্ধা জ্ঞাপনের পর তাকে আজ বুধবার ৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ বনানী সামরিক কবরস্থানে বাদ যোহর দাফন করা হবে। আব্বু একজন শহীদের সম্মান নিয়ে মারা গেছেন। মহামারী চলাকালীন যারা মারা যান তারা শহীদের মর্যাদা লাভ করেন। আপনারা সবাইকে তাকে ক্ষমা করে দিবেন এবং তার আত্মার মাগফিরাতের জন্য দুআ করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আব্বুকে নিয়ে এমন কিছু লেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না।