![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F994acedf-d255-417b-8d98-827f771ae185%252Fbond.jpg%3Frect%3D0%252C0%252C640%252C336%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
প্রবাসে আয় করলেই উচ্চ সুদে বন্ড কেনা যাবে না
বিদেশে বসে দেশে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করলে নিশ্চিত ১২ শতাংশ মুনাফা পাওয়া যায়। আবার বেশি বিনিয়োগ করলে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হওয়ারও সুযোগ থাকে। ফলে এসব বন্ডে বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। তবে এ জন্য সরকারকে বেশি সুদ গুনতে হচ্ছে।
তাই প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে কারা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন না, তা নির্দিষ্ট করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে দেশের বাইরে অবস্থানকারী সবাই ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন না। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে