সালমার তরমুজ বিপ্লব

বাংলা ট্রিবিউন পাকুন্দিয়া প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৭

সংকল্প, সাহস আর পরিশ্রমে যে অনেক কিছুই সম্ভব তা বাস্তবে করে দেখিয়েছেন সালমা আক্তার। তার তরমুজ বাগানের চোখ ধাঁধানো ফলন তারই সাক্ষ্য বহন করছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এই নারী চাষি এলাকার সামনে আজ উজ্জ্বল দৃষ্টান্ত। স্বামীকে নিয়ে দিন-রাত খেটে সালমা ঘটিয়েছেন নীরব তরমুজ বিপ্লব। সব ঠিকঠাক থাকলে এবার লাখ টাকার তরমুজ বেচবেন তিনি।পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আঙ্গিয়াদী গ্রামের একমাত্র নারী চাষি সালমা।

সফল চাষি হিসেবে সুনাম রয়েছে তার। কৃষিতে আগ্রহ ও পরিশ্রম করার মানসিকতা দেখে কৃষি বিভাগ গতবছর তাকে ইন্দোনেশিয়া পাঠিয়েছিল প্রশিক্ষণের জন্য। সেই প্রশিক্ষণ মাঠে প্রয়োগ করে বাজিমাত করছেন সালমা। আর সহযোদ্ধা হিসেবে স্বামী আতাবুরকে পাশে পেয়ে দারুন আত্মবিশ্বাসী তিনি।বাগানে ঢুকলে দেখা যাবে ঝাঁকে ঝাঁকে তরমুজ ঝুলে আছে মাচায়। এ যেন তরমুজ রাজ্য। ক’দিন পরেই বিক্রিযোগ্য হবে এগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও