লোহাগাড়ায় পাহাড়ি টিলা কাটার দায়ে জরিমানা

ইত্তেফাক লোহাগাড়া (চট্টগ্রাম) প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় অবৈধভাবে পাহাড়ি টিলা কাটার দায়ে আবদুল মাবুদ (৬১) নামে একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ তাকে উক্ত জরিমানা করেন। আবদুল মাবুদ উপজেলার বড়হাতিয়া ভবানীপুর এলাকার মো. আবদুল মতলবের পুত্র। জানা যায়, মঙ্গলবার বিকেলে উক্ত ইউনিয়নের বাগান পাড়া এলাকায় আবদুল মাবুদ সাতজন শ্রমিক দিয়ে পাহাড়ি টিলার মাটি কাটছিল।


খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ সেখানে গিয়ে অভিযান চালায় এবং টিলা কাটারত অবস্থায় শ্রমিকদেরকে পায়। পরে ইউএনও টিলা কাটা বন্ধ করে দেয় এবং শ্রমিকদেরকে জিজ্ঞাসা করলে তারা আবদুল আবদুল মাবুদের নাম প্রকাশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও