ভাঙনে ছোট হচ্ছে কুড়িগ্রামের মানচিত্র
সারাবছরই নদ-নদীর তীব্র ভাঙনে দেশের বৃহত্তম নদ-নদীময় কুড়িগ্রাম জেলা এখন হুমকির মুখে। দিন যতই যাচ্ছে নদ-নদীর ভাঙনে ছোট হয়ে আসছে জেলার মানচিত্র। আর এতে করে গৃহহীন হয়ে পড়ছে হাজারো পরিবার। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ছে মানুষ। তাই ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি কুড়িগ্রামবাসীর।
জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতিপুরের ফারাজী পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার সাদের আলী পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া শত বিঘা জমি এখন ব্রহ্মপুত্র নদের পেটে। সব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। নদীর তীরেই পরিবার নিয়ে মাত্র ১২শতক জমিতে টিনের চালায় কাটছে দিন। হুমকির মুখে সেটুকুও।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হুমকির মুখে
- নদী ভাঙন
- মানচিত্র