অক্টোবরেই ফাইজারের করোনা টিকার ফল
অক্টোবরের শেষ নাগাদ ফাইজারের করোনার টিকার নিরাপত্তা ও কার্যকারিতার বিষয় জানা যাবে। গতকাল মঙ্গলবার এনবিসির ‘টুডে’ প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে টিকা প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেন, তিনি আশা করছেন, শিগগিরই এই টিকার কার্যকারিতার বিষয়ে জানা যাবে।
সিএনএনের খবরে জানানো হয়, অনুষ্ঠানে বোরলা সম্প্রতি নয়টি টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সই করা ‘ঐতিহাসিক চুক্তি’ নিয়েও কথা বলেন। চুক্তিতে টিকা প্রস্তুতকারীরা যথাযথ পরীক্ষা শেষ না করে টিকা অনুমোদনের জন্য তড়িঘড়ি অনুমোদন পাওয়ার লড়াইয়ে না নামার বিষয়ে সম্মত হয়েছেন। তবে ফাইজার ও বায়োএনটেকের টিকা যদি যথেষ্ট নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণ পাওয়া যায়, তবে তারা অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।