পরমাণু সমঝোতার বাইরে গিয়ে ইউরেনিয়াম মজুত করছে ইরান: পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে ইরান ১০ গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। তিনি এক টুইটার বার্তায় ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কথা এড়িয়ে গিয়ে এ মন্তব্য করেছেন।
পম্পেও দাবি করেন, পরমাণু সমঝোতা বলে এখন আর কিছু নেই বরং এটি ইতিহাসের অংশ হয়ে গেছে। তিনি ইরানের ওপর চাপ প্রয়োগ করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান।