পবিত্র হজের প্রাক-নিবন্ধন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের প্রাক নিবন্ধন ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। চূড়ান্ত নিবন্ধন করেও করোনার জন্য যারা এ বছর হজে যেতে পারেননি, তারা আগামী বছরে অগ্রাধিকার পাবেন। আর যারা নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিয়েছেন, আগামী বছর হজে যেতে চাইলে তাদেরও প্রাক নিবন্ধন করতে হবে।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রাক নিবন্ধনের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রাক নিবন্ধন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ওয়েবসাইট
- হজের প্রাক-নিবন্ধন