কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রেডিট কার্ড বাড়িতে, দুবাই থেকে গায়েব আড়াই লক্ষ টাকা

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৮

এক ব্যক্তির ক্রেডিট কার্ড রয়েছে তাঁর নিজের কাছে। অথচ সেই কার্ড ব্যবহার করেই দুবাইয়ে বসে বিদেশি উড়ানের টিকিট কাটার অভিযোগ উঠল আর এক জনের বিরুদ্ধে। কলেজ স্ট্রিটের বাসিন্দা শৈবাল মজুমদার জানিয়েছেন, সোমবার রাতে তাঁর মোবাইলে টিকিট কাটার এসএমএস আসে। প্রথমে তিনি ভেবেছিলেন, ১২৯৪৫ টাকার টিকিট কাটা হয়েছে। কিন্তু পরে খুঁটিয়ে দেখে বুঝতে পারেন, সেটি আসলে ১২৪৯৫ দিরহাম। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২ লক্ষ ৫৮ হাজার ৭৫৬ টাকা।

এখানেই শেষ নয়। কিছু পরে আবার শৈবালের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৯২,৯১৫ টাকার লেনদেন করার চেষ্টা হয়েছিল। কিন্তু তার অনুমতি দেয়নি ব্যাঙ্ক। সাধারণত, বড় অঙ্কের লেনদেনের আগে গ্রাহকের মোবাইলে সতর্কবার্তা আসে। কিন্তু শৈবাল জানিয়েছেন, প্রথম বার তিনি কোনও বার্তা পাননি। মঙ্গলবার ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে এবং পরে লালবাজারে অভিযোগ জানান শৈবাল। তিনি যে দুবাইয়ে ছিলেন না, তার প্রমাণ হিসেবে অভিযোগপত্রের সঙ্গে পাসপোর্টের প্রতিলিপি দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও