আমলাও নিলামে বিক্রি হয়নি, মনে করাচ্ছেন পুজারা
শুরুর দিকে সুযোগ পেলেও চেতেশ্বর পুজারা কিন্তু পরের দিকে পুরোপুরি ব্রাত্যই থেকে গিয়েছেন আইপিএলে। নিলামে কোনও দলই কিনতে চায় না ভারতীয় টেস্ট দলের এই ব্যাটিং স্তম্ভকে।
এই ভাবে আইপিএলে ক্রমাগত সুযোগ না পেয়ে কি আপনি হতাশ হয়ে পড়েছেন বা কিছুটা ক্ষোভ জমছে মনে? মঙ্গলবার সংবাদসংস্থাকে পুজারা বলেছেন, ‘‘এক জন ক্রিকেটার হিসেবে এই নিয়ে আমার কোনও বক্তব্য থাকতে পারে না। এও মনে করি, আমি এমন এক জন ক্রিকেটার যার মধ্যে কোনও অহং বোধ নেই। এটা দেখেছি, আইপিএল নিলামে অপ্রত্যাশিত অনেক কিছুই হয়।’’ এর পরেই পুজারা বলেন, ‘‘হাসিম আমলার মতো বিশ্বমানের ক্রিকেটারও আইপিএল নিলামে বিক্রি হয়নি। অনেক ভাল, ভাল টি-টোয়েন্টি ক্রিকেটার আছে যারা আইপিএলে দল পায়নি। তাই আমাকে কেউ কেন দলে নেয়নি, এই নিয়ে প্রশ্ন তুলব না।’’ তবে পুজারা এও বলেছেন, ‘‘সুযোগ পেলে আমিও আইপিএল খেলতে তৈরি।’’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
সমকাল
| ভারত
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৫ মাস আগে