সৌরভে গৌরবে

দৈনিক আজাদী প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৫

বেগম ফজিলাতুল কদর। ১৯৩৬ সালে ফরিদপুর জেলার নীলকমল গ্রামে আলহাজ্ব এম আব্দুল্লাহ ও খদিজা দিওয়ান এর কোলে আসেন আট ভাই-বোনের সবার আদরের বড় বুবু, পবিত্র লাইলাতুলকদর রাত্রিতে জন্ম বলেই নাম রাখা হয়েছিলো ফজিলাতুল কদর। বাবা আদর করে ডাকতেন হাসনুহেনা বলে, বাবার আদরের হেনা ।

মহাকালের পরিক্রমায় সেই অপরূপা ফুল আর নামের সার্থকতায় মুগ্ধ সুবাস ছড়িয়েছেন আজীবন তিনি তাঁর সীমার মাঝে অসীম কর্মদক্ষতা, চারিত্রিক গুণাবলি, ক্ষুরধার লেখনী দিয়ে।

চট্টগ্রামের বোয়ালখালীর খরণদ্বীপে মুন্সীপাড়া গ্রামের সন্তান হাজী বাদশা মিয়া চৌধুরীর স্ত্রী হয়ে নয় সন্তানের জননী হন হেনা, দুই পুত্র জন্মের পরই মারা যায়। ব্যবসায়ী স্বামীর বিশাল সংসারে তিন পুত্র আর চার কন্যার বৈবাহিক সূত্রে পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনী, নাত-বউ, নাত- জামাই ঘিরে সুখ- দুঃখের, হাসি- আনন্দের সুতোয় বোনা এক অপরূপা জীবন পেরিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে