ডাচদের দৈহিক গঠন রহস্য, দেড়শ বছরে গড় উচ্চতা বেড়েছে ২০ সেন্টিমিটার!

বণিক বার্তা নেদারল্যান্ডস প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০০

দানবের দেশ নেদারল্যান্ডস! ইউরোপের এ দেশটিতে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের বাস। পৃথিবীর দীর্ঘতম জাতি এরা। একজন ডাচ পুরুষের গড় উচ্চতা ৫ দশমিক ৯৮ ফুট। আর একজন ডাচ নারীর গড় উচ্চতা ৫ দশমিক ৫৩ ফুট। যেখানে বিশ্বব্যাপী পুরুষের গড় উচ্চতা ৫ দশমিক ৬১ ফুট এবং নারীর ৫ দশমিক ২৩ ফুট।

তবে ডাচরা যে জাতি হিসেবে সব সময় বেশি উচ্চতাসম্পন্ন ছিল এমন নয় । রয়্যাল সোসাইটি অব লন্ডনের প্রকাশিত একটি গবেষণার জন্য ডাচ সামরিক রেকর্ডগুলোর পর্যালোচনায় দেখা গেছে, ১৮০০ এর দশকের মাঝামঝি সময়ে নেদারল্যান্ডসের পুরুষরা আসলে ইউরোপের সবচেয়ে খাটো মানুষদের অন্তর্ভুক্ত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও