ডাচদের দৈহিক গঠন রহস্য, দেড়শ বছরে গড় উচ্চতা বেড়েছে ২০ সেন্টিমিটার!
দানবের দেশ নেদারল্যান্ডস! ইউরোপের এ দেশটিতে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের বাস। পৃথিবীর দীর্ঘতম জাতি এরা। একজন ডাচ পুরুষের গড় উচ্চতা ৫ দশমিক ৯৮ ফুট। আর একজন ডাচ নারীর গড় উচ্চতা ৫ দশমিক ৫৩ ফুট। যেখানে বিশ্বব্যাপী পুরুষের গড় উচ্চতা ৫ দশমিক ৬১ ফুট এবং নারীর ৫ দশমিক ২৩ ফুট।
তবে ডাচরা যে জাতি হিসেবে সব সময় বেশি উচ্চতাসম্পন্ন ছিল এমন নয় । রয়্যাল সোসাইটি অব লন্ডনের প্রকাশিত একটি গবেষণার জন্য ডাচ সামরিক রেকর্ডগুলোর পর্যালোচনায় দেখা গেছে, ১৮০০ এর দশকের মাঝামঝি সময়ে নেদারল্যান্ডসের পুরুষরা আসলে ইউরোপের সবচেয়ে খাটো মানুষদের অন্তর্ভুক্ত ছিল।