![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fbbab0fa3-6417-44ff-9df0-3e8f67c0f239%252FNarayangonj_DH0777_20200908_C.jpg%3Frect%3D0%252C0%252C3264%252C1714%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ত্বকী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও হত্যা মামলাটির বিচার শুরুর দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
ত্বকী হত্যার সাড়ে সাত বছর উপলক্ষে সমাবেশ ও আলোক প্রজ্বালন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।