‘বোমা মেশিন’ মুক্ত পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি
পরিবেশের ব্যাপক ক্ষতি ও শ্রমজীবী মানুষের পাথর আহরণের সুযোগবঞ্চিত অবস্থার অবসানে ‘বোমা মেশিন’ মুক্ত পাথর কোয়ারি করে খুলে দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর সিলেট পাথর–সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। তাদের অভিযোগ, কিছু প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বোমা মেশিন নামের নিষিদ্ধ যন্ত্রের ব্যবহারে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আর পাথর কোয়ারি বন্ধ থাকায় মাশুল দিচ্ছেন সাধারণ পাথরশ্রমিক ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার সিলেটের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ‘বোমা মেশিন’ মুক্ত পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দাবি
- পাথর কোয়ারি
- বোমা মেশিন
- খুলে দেয়া