অরুণাচলের ৫ নিখোঁজ যুবক রয়েছে তাদের হেফাজতেই, অবশেষে জানাল চিন
অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া পাঁচ কিশোর রয়েছে চিনেই। মঙ্গলবার এ কথা স্বীকার করে নেওয়া হয়েছে চিনের তরফে। ভারতীয় সেনারা হটলাইনে চিনা সেনাদের সঙ্গে যোগাযোগ করার পরই এ কথা স্বীকার করেছে বেজিং।