![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F08%2F118975772_998831357211684_5708542409389130197_n.jpg%3Fitok%3DJ_gZPJiQ)
৮৪টি হাতির মৃত্যুর ঘটনা তদন্তের রিট খারিজ
চট্টগ্রাম অঞ্চলে গত ১৯ বছর ধরে ৮৪টি হাতি মৃত্যুর ঘটনা তদন্তের জন্য করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।