মানুষ ও হাতির সহাবস্থানের অভিনব উদ্যোগ

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৫

বন ধ্বংস হলে হাতির পাল লোকালয়ে হানা দেবে সেটাই স্বাভাবিক৷ ভারতের কর্ণাটক রাজ্যের হাসান শহরের আশেপাশের অঞ্চলেও ঠিক এমন ঘটনাই ঘটছে৷ খাবারের সন্ধানে কৃষি জমি আর বাড়িঘর নষ্ট করছে অতিকায় প্রাণীটি৷ মানুষের সঙ্গে তৈরি হচ্ছে সংঘাত৷ তাতে প্রায়শই প্রাণ হারান বাসিন্দারা৷ কিন্তু এই পরিস্থিতি বদলাচ্ছে হাতি আর মানুষ দুই পক্ষকে রক্ষায় একটি সংগঠনের অভিনব উদ্যোগে৷

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও