![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-342708-1599567043.jpg)
চীনে ব্যারিস্টার সুমনের নামে ফুটবল টিম গঠন
চীনে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যারিস্টার সাইদুল ইসলাম সুমনের নামে একটি ফুটবল টিম গঠন করা হয়েছে।
জানা যায়,সম্প্রতি চীনের হুবেই প্রদেশের ইচাং শহরের চায়না থ্রী গর্জেজ ইউনির্ভাসিটিতে বিশ্ববিদ্যালয় ও সেখানে অবস্থানরত বিদেশী শিক্ষার্থীদের আয়োজনে একটি ফুটসাল সুপার লীগের আয়োজন করা হয়েছে ।