কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্ধু যেন দুনিয়া ও আখেরাত নষ্টের কারণ না হয়

বার্তা২৪ প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪

পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রাসূলের সঙ্গে পথ অবলম্বন করতাম! হায়, আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম! আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়।’ -সূরা ফুরকান: ২৭-২৯

আয়াতগুলো বিশেষ একটি ঘটনা প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। কিন্তু এর বিধান ব্যাপক। ঘটনাটি হলো, উকবা ইবনে আবি মুআয়িত মক্কার অন্যতম মুশরিক সর্দার ছিল। সে কোনো সফর থেকে বাড়ি ফিরলে শহরের সম্মানিত ব্যক্তিদের দাওয়াত করে খাওয়াত। মাঝে-মধ্যে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাত করত। একবার সে কোনো এক সফর থেকে ফিরে রীতি অনুয়ায়ী গণ্যমান্য ব্যক্তিদের দাওয়ার করল এবং রাসূলুল্লাহ (সা.) কেও দাওয়াত করল। কিন্তু হজরত রাসূলুল্লাহ (সা.) তার বড়িতে খাবার খেতে অসম্মতি প্রকাশ করলেন। তবে শর্ত দিলেন, যদি সে ঈমান আনে কালিমা পড়ে তবে খাবার খাবেন। শর্ত মোতাবেক উকবা ইবনে আবি মুআয়িত নবীজির কাছে কালেমা পড়ল। হজরত রাসূলুল্লাহ (সা.) শর্তপূরণে খাবার খেলেন। এদিকে উকবার ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ উকবার ইসলাম গ্রহণের খবর শুনে খুব নারাজ ও রাগান্বিত হয়। উকবা বন্ধু উবাইকে বলে, মোহাম্মদের (সা.) মতো মানুষ আমার বাড়ি থেকে না খেয়ে গেলে আমার মান যেত, তাই আমি কালিমা পড়েছি। কিন্ত উবাই কোনো আপত্তি শুনতে নারাজ। অবশেষে উবাই ইবনে খলফ বলল, তোমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ। তবে হ্যাঁ, তুমি যে মোহাম্মদের কাছে কালিমা পড়েছ; যদি তার মুখে থুথু নিক্ষেপ করতে পারো- তবে আমাদের বন্ধুত্ব ঠিক থাকবে। হতভাগা উকাব বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে সত্যি সত্যি মোহাম্মদ (সা.)-এর মুখে থুথু নিক্ষেপ করল। এ প্রেক্ষাপটে আল্লাহতায়ালা এ আয়াতগুলো নাজিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও