নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় রিটের আদেশ বুধবার

সমকাল হাইকোর্ট প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তৈমুর আলম খন্দকার। তার সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

সোমবার মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে এ রিটটি করেন নারায়ণগঞ্জের বাসিন্দা ও আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম। রিটে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি কাদের দায়িত্বে অবহেলায় এই ঘটনা ঘটেছে, তা নির্ধারণে আদেশ চাওয়া হয়েছে। এ ছাড়া মানসন্মত সেবা নিশ্চিতে গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ ও টেলিফোনের মতো সেবা প্রদানকারী সংস্থাগুলো যাতে তাদের সেবা নিয়মিত তদারকি করে, সে জন্য রিটে আদেশ চাওয়া হয়েছে। রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্নিষ্ট সাতজনকে বিবাদী করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও