বিশেষজ্ঞদের সুপারিশ আমলে নেয় না স্বাস্থ্য মন্ত্রণালয়
দেশে গত ২৪ ঘণ্টায় (৭ আগস্ট) করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত করোনায় ৪ হাজার ৫১৬ জনের মৃত্যু হলো। এই সময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এনিয়ে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২৭ হাজার ৫৭৩ জন। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে গত ৮ মার্চ জানায় স্বাস্থ্য অধিদফতর, ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর খবর দেয় তারা। সেই হিসেবে করোনাভাইরাস সংক্রমণের ঠিক ছয় মাসের মাথায় মৃত্যুর সংখ্যা সাড়ে চার হাজার ছাড়ালো।অধিদফতরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, দেশে এখন সক্রিয় করোনা রোগী আছে ৯৮ হাজার ২৭০ জন।এদিকে, সামনে শীতের মৌসুমে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। আবার সচেতনতার দিক থেকে গা-ছাড়া ভাবের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষজ্ঞরা বলছেন, দেশে সংক্রমণের এই সময়ে সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়াতে সংক্রমণের হার আরও বাড়বে। আর সেটা ঠেকাতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যদিও কার্যকর লকডাউন নিয়ে তাদের মন্তব্য- ট্রেন মিস হয়ে গেছে, তবুও চেষ্টা করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.