সিনেমা নিয়ে দ্বিধায় ফেরদৌস
দৈনিক আজাদী
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫২
করোনার থাবায় বদলে গেছে পরিবেশ। সবখানেই এখন বিষণ্নতা। গতিশীল সময়কে জাগিয়ে রাখতে করোনার হুমকি মাথায় নিয়েই সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বটে। তবে করোনার ভয় কাটেনি এখনো। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজার হাজার। পাওয়া যাচ্ছে মৃত্যুর খবরও। এমনি সময় কাজে ফিরতে অনেকেই দ্বিধায় রয়েছেন। নিজের জন্য না হোক, পরিবারের সদস্য, শিশুদের জন্য ভাবতে হচ্ছে অনেককিছু।
তেমনি এক দোটানার মধ্যে দিন পার করছেন চিত্রনায়ক ফেরদৌস। করোনা আসার আগে বেশ কিছু ছবিতে তিনি শুটিং করছিলেন। সেগুলো আটকে আছে।
শোনা যাচ্ছে সরকারিভাবে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের অনুমতি পাওয়ার পর থেকেই ছবির নির্মাতারা নিজেদের প্রস্তুতি সারছেন। শিগগিরই হয়তো শুটিংয়ের ডাক পড়বে ফেরদৌসের। তবে ফেরদৌস বলছেন, এমন পরিস্থিতিতে কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না।