করোনার ভ্যাকসিন পেতে জাপানের কয়েক বিলিয়ন ডলারের তহবিল
নিজেরা তৈরি করতে না পারলেও করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে শত শত কোটি টাকা ব্যয় করবে জাপান। এজন্য সব কিছু করবে সে দেশের সরকার।জানা গেছে, করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে জরুরি তহবিল থেকে জরুরি তহবিল থেকে ৬.৩ বিলিয়ন ডলার তথা ৬৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ের জন্য অনুমোদন দিয়েছে জাপান সরকার। মঙ্গলবার সরকার এই ব্যয়ের অনুমোদন দেয় বলে দেশটির অর্থ মন্ত্রণালয়ের রবাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছরের মাঝামাঝির দিকে তারা দেশের প্রত্যেক নাগরিকের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবে এবং ভ্যাকসিন ফ্রিতে সরবরাহ করা হবে।করোনাভাইরাস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কয়টি দেশ সাফল্যের পরিচয় দিয়েছে জাপান এর মধ্যে অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭১ হাজার।