কুকুর নিয়ে দ্বিধাবিভক্ত নগরী
কুকুরের জীবন-মৃত্যুর পরোয়ানা নিয়ে রাজপথে নেমেছে মানুষ। একপক্ষ চায় লোকালয় থেকে সরিয়ে দেওয়া হোক কুকুর, আরেক পক্ষ কুকুর নিধনের ঘোর বিরোধী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় কুকুর অন্যত্র সরিয়ে নেওয়ার মৌখিক সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
এ সিদ্ধান্ত চাউর হলে কুকুর নিধনের পক্ষে-বিপক্ষে নগর ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডিএসসিসি ভেটেরিনারি কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে ১৫টি কুকুর মাতুয়াইলে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা আমাদের অভিযোগ করেছিলেন। এ জন্য প্রাথমিকভাবে কিছু কুকুর সরিয়ে নেওয়া হয়েছে। এটা কোনো অফিশিয়াল সিদ্ধান্ত নয়।