You have reached your daily news limit

Please log in to continue


অ্যানড্রয়েড নয়, নিজস্ব অপারেটিং সিস্টেমের ফোন আনছে হুয়াওয়ে

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায়, কয়েকমাস আগেই হুয়াওয়েকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোনো পরিষেবা দেবে না বলে জানিয়েছিল গুগল।। ফলে, অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সমতুল্য হারমোনি ওএস নিয়ে এসেছিল হুয়াওয়ে। এই হারমোনি ওএসটি ভার্সাটাইল ফিচারযুক্ত একটি ইউআই রয়েছে যা স্মার্টফোন, টিভি, উইয়ারেবল এবং অন্যান্য প্রোডাক্টে একইভাবে চলতে পারে। তবে এখনও অবধি হুয়াওয়ে তার কোনো স্মার্টফোনেই এই হারমোনি ওএস ব্যবহার করেনি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন