![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/09/07/214858got_police_kk.jpg)
পুলিশের গাড়িতে উঠে গুরুত্বপূর্ণ সব কাগজপত্র খেয়ে নিল ছাগল! (ভিডিও)
কথায় আছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এবার সত্যিই ছাগলের উদ্ভট খাবার প্রীতির দৃষ্টান্ত মিললো যুক্তরাষ্ট্রে। প্যাট্রোল ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তার গাড়িতে উঠে কাগজপত্র সব খেয়ে নিল ছাগল! ঘটনাটি ঘটেছে জর্জিয়ার ডগলাস কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি পুলিশ কর্মকর্তার সঙ্গে। ডিউটিতে থাকাকালীন তাঁর সঙ্গে যে এমন ঘটনা ঘটবে তা তিনি কল্পনাও করতে পারেননি ৷