মাছি মারতে বিস্ফোরণ

প্রথম আলো ফ্রান্স প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

বাংলায় একটা কথা আছে—‘মাছিমারা কেরানি’। যেন মাছি মারা কত সহজ। কিন্তু যে মাছি মারতে গেছে, সেই জানে কত কঠিন এটা। এই ফ্রান্সেই যেমন মাছি মারতে গিয়ে ৮০ বছরের এক বৃদ্ধের নিজের ঘরের একাংশই বিস্ফোরণে উড়ে গেল।খেতে বসেছিলেন ভদ্রলোক। ঠিক এ সময়ই এল মাছি। যেমনটা আসে। নিশ্চিতভাবে হাত-টাত নেড়ে বেশ কয়েকবার তাড়ানোর চেষ্টাও করেছেন। কিন্তু নচ্ছার মাছি কি আর সরে? সরল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে