পুনঃব্যবহারযোগ্য প্রথম মহাকাশযান পরীক্ষা করলো চীন
প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষামূলক পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান উৎক্ষেপণ করে সেটিকে ফের ভূমিতে অবতরণ করাতে সক্ষম হয়েছে চীন।
শুক্রবার ইনার মঙ্গোলিয়ার জিকুয়ান লঞ্চ সেন্টার থেকে ‘লং মার্চ-২এফ’ রকেটের সাহায্যে মহাকাশযানটি উৎক্ষেপণ করেছে চীন। দুই দিন কক্ষপথে ঘুরে রোববার নির্দিষ্ট স্থানে সফলভাবে অবতরণ করেছে এটি। এই সাফল্যকে “গুরুত্বপূর্ণ মাইলফলক” দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সফল উড্ডয়ণ
- মহাকাশ যান