একজন মুসলমানের জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন- মহান ও পরাক্রমশালী আল্লাহ তায়ালা আত্নাকে বলেন, ‘বেরোও।’ সে বলে, ‘না আমি স্বেচ্ছায় বেরোব না।’ আল্লাহ বলেন, ‘অনিচ্ছায় হলেও, বেরোও।’ রাসূলুল্লাহ (সা.) বলেছেন- যখন মুমিন-বিশ্বাসী বান্দার রূহ বেরোয় তখন ওর সঙ্গে দু’জন ফেরেশতা দেখা (অর্থাৎ তা গ্রহণ) করে এবং তা নিয়ে দু’জনই ঊর্ধ্বে আরোহন করে। তারপর এর সুগন্ধির কথা উল্লেখ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.