নারায়ণগঞ্জের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৭

আরটিভি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৬

নারায়ণগঞ্জে ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইমরান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মসজিদের বিস্ফোরণের ঘটনায় মোট মারা গেলেন ২৭ জন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আরো চিকিৎসাধীন আছেন ১০ জন। তার মধ্যে ৩ জন আইসিইউতে। ৬ জন পোস্টঅপারেটিভ সেন্টারে। আরেকজন সাধারণ ওয়ার্ডে। গতরাতে এবং আজ সকালে তিনজন মারা গেছেন তার মধ্যে মনিরের শরীরের শতভাগ পোড়া ছিল। আবুল বাশার মোল্লার শরীরের ৯৭ শতাংশ পুড়ে গিয়েছিল। ইমরানেরও প্রায় ৯০ শতাংশ পুড়েছিল। এখন যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে ২ জনের শরীর ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। ৫০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে আরো ২ জনের। বাকি ৬ জনের ১৫ থেকে ৪৭ শতাংশ পুড়ে গেছে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও